ইনজুরি থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করেছেন লিওনেল মেসি। তার গোলে মেজর লিগ সকারে (এমএলএস) ২-১ গোলে জিতেছে মায়ামি।
চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নরা ছিল দুর্বার, হারিয়েছে উরুগুয়ে-ব্রাজিলের মতো প্রতিপক্ষদের।
চোট কাটিয়ে বাংলাদেশ সময় রোববার তিনি মাঠে ফিরেছেন। দ্বিতীয়ার্ধের পর বদলি হিসেবে নেমেই ২ মিনিটের মাথায় গোল করেছেন ফুটবল জাদুকর। যাতে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারালো ফ্লোরিডার ক্লাবটি।
এদিন ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে এমএলএসের পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল মায়ামি। দুই অর্ধে দেয়া একটি করে গোল করে মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর ও মেসি। পরে শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় ফিলাডেলফিয়া।
এমএলএসের এবারের মৌসুমে তিন ম্যাচ খেলে এটি মেসির দ্বিতীয় গোল। সপ্তাহ দুয়েক আগে আটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান তিনি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে থাকতে হয়েছে তাকে।
/এএম
Leave a reply