চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি

|

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৬ জন। 

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটে লোহাগড়ার চুনতি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানা গেছে, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণ যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট। উদ্ধার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply