বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

|

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইউনিট হাসপালাতে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) রাতে বাংলাদেশ মাঠে মেলার দোকানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রিমঝিম (১৬), মেহেদী হাসান(২৫), সাগর (২৫), ইকবাল(৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বংশাল থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের সাত শতাংশ, ইকবালের দুই শতাংশ, মেহেদীর শরীরের এক শতাংশ পুড়ে গেছে। এছাড়া, অপূর্বর এক শতাংশ ফেস বার্ন ও রিমঝিমের বার্ন ইনজুরি রয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে সাগরকে ভর্তি দেয়া হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply