ট্রাম্পের শুল্কের ঘোষণায় ‘২০ পরবর্তী যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সর্বোচ্চ ধস

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে ২০২০ সালের পর সর্বোচ্চ ধস নেমেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। বুধবার যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ঘোষণার পরপরই কমতে থাকে সুচক।

একদিন পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) চার বছরের ইতিহাসে পুঁজিবাজারে সুচক কমে দাঁড়ায় সর্বনিম্ন অবস্থানে। একদিনেই আনুমানিক দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারের শেয়ারমূল্য হারিয়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক এস এন্ড পি ফাইভ হান্ড্রেড। নাসডাক সূচক কমেছে ৫ দশমিক নয় সাত শতাংশে; যা করোনা মহামারীর পর সর্বোচ্চ।

অন্যদিকে, অ্যাপল-অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে ৯ শতাংশে করে। এর আগে ব্যাপক ধস দেখা দেয় এশিয়ার শেয়ারবাজারেও।

বৃহস্পতিবার জাপানের নিক্কেইয়ের গড় শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply