ঈদের ছুটির আমেজের সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আর এই বিশেষ দিনে সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান করমজল প্রাণী প্রজনন কেন্দ্র মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়।
সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করমজল প্রাণী প্রজনন কেন্দ্র। এখানে দেখা মেলে হরিণ, কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর। এছাড়াও, ম্যানগ্রোভ বন, কাঠের ট্রেইল আর নদীর মোহনায় নৌভ্রমণের অভিজ্ঞতা নিতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। মোংলা ফেরিঘাট থেকে স্বল্প খরচে বোট নিয়ে মিনিট বিশেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় করমজল পয়েন্টে। সহজলভ্য এবং নৌ ভ্রমণের সাথে প্রকৃতির স্বাদ পেতে সুন্দরবন ভ্রমনে পর্যটকদের প্রথম পছন্দ করমজল পয়েন্ট। তাই কক্সবাজার, বগুড়া, ঢাকা, কুমিল্লা, গাজীপুরসহ দেশের নানান জায়গা থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।
পুরুষের পাশাপাশি, নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হরিন, বানর, কুমির এবং সুন্দরী গাছের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সবাই।
সুন্দরবন পূর্ব বনবিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনই শত শত পর্যটক করমজলে ঘুরতে আসেন। তবে ছুটির দিন ও উৎসব মৌসুমে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তাই উৎসব বা যে কোনো ছুটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।
তবে বন ও প্রাণী সংরক্ষণে সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
/এটিএম
Leave a reply