ফাঁকা ঢাকা হচ্ছে জনবহুল, বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

|

ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে সব সরকারি অফিস-আদালত খুলছে। ঈদে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া মানুষরাও জীবিকার তাগিদে ফিরছেন জনবহুল এ নগরে। ফলে চিরচেনা সেই রূপ যেন আবারও ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা।

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চম স্থানে অবস্থান রয়েছে দেশের সবথেকে ব্যস্ততম এ নগরী। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, ২৮৮ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ২২৯। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২০৪। এই তিন শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।

রোববার সকাল ৯টায় বৈশ্বিক সূচকে শহরগুলোর অবস্থান।

১৮৫ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই। আর ১৫১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ এ দুই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply