পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ঐতিহ্য খুঁজে জনসম্মুখে নিয়া আসা এবং সেগুলো রক্ষায় সচেতনতা তৈরিতে ‘হেরিটেজ ট্যুর’ করলো সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ। শনিবার (৫ এপ্রিল) পুরান ঢাকার ফরাশগঞ্জ, সূত্রাপুর ও ধোলাই খাল এলাকায় সংগঠনটি তাদের এই শততম ঐতিহ্য সফর করে।
এদিন সকালে লালকুঠিতে (নর্থ ব্রুক হল) কেক কাটার মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যানার, ঘোড়ার গাড়ি নিয়ে পদযাত্রায় অংশ নেন ঢাকা ও বাইরে থেকে আসা দেড় শতাধিক সদস্য। শিশু-কিশোর থেকে শুরু করে তাদের মধ্যে ছিলেন অবসর জীবনে পা রাখা বৃদ্ধরাও।
ট্যুরে একে একে তারা ঘুরে দেখেন শিব মন্দির, রূপলাল হাউজ, মঙ্গলালয়, বসন্ত বাবুর বাড়ি, বড় বাবুর বাড়ি, বিবিকা রওজা, বিহারী লাল জিউ মন্দির, সূত্রাপুর জমিদার বাড়ি, জলসাঘর, মুড়াপাড়া জমিদারের ঢাকার বাড়ি, ঋষিকেশ বাবুর বাড়ি ও রোকনপুর কাজীবাড়ি।
প্রতিটি স্থানেই তারা স্থাপনাগুলোর স্থাপত্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন। এতে মূল বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম পরিচালক স্থপতি সাজ্জাদুর রশীদ। এরপর কাজীবাড়িতে কাজী সাদ আলীমের আতিথ্যে গ্রুপের সদস্যরা নিজেদের ভেতরে আড্ডায় মেতে ওঠেন। যদিও সেখানেও ছিল ঢাকার ঐতিহ্য নিয়ে আলোচনা।
উল্লেখ্য, জনপরিসরে সচেতনতা তৈরির পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে বের করে সেই তথ্য প্রত্নতত্ত্ব অধিদফতরকে দিয়ে থাকে সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ। একইসঙ্গে এই গ্রুপের সদস্যরা ঐতিহ্য ধ্বংস ও ভাংচুর বন্ধে প্রতিবাদ ও জনমত তৈরির মাধ্যমে তা প্রতিহত করতে অগ্রণী ভূমিকা পালন করে।
১১ বছর আগে ২০১৪ সালের ১ মে ঐতিহ্য সফরের এই পরম্পরা শুরু হয়। প্রথম ভ্রমণটি হয়েছিল সাভার ও কালিয়াকৈর এলাকার বেশকিছু ঐতিহ্যমণ্ডিত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে। এরপর আর থেমে থাকেনি এই যাত্রা। তারই সূত্র ধরে সংগঠনটি তাদের শততম সফর সম্পন্ন করলো।
/এমএইচ
Leave a reply