স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, গাজীপুরের বোর্ড বাজার এলাকার বাটা শোরুম এর ম্যানেজার তাসলিম বাদি হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই যৌথবাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটার শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এ ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলামান রয়েছে বলেও জানান তিনি।
/এএইচএম
Leave a reply