গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|

রংপুর ব্যুরো:

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ টা থেকে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’, ‘তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন’সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড়, নগর ভবন ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। মিছিলে ছাত্রদল নেতাকর্মী ছাড়াও যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি পণ্য ব্যবহার বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার ঘোষণা দেন। এসময় সারা বিশ্বের মুসলমানদের একত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আহ্বানও জানান নেতাকর্মীরা।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply