বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে লঞ্চে ঢাকা যাওয়ার সময় মেঘনা নদীতে পরে নিখোঁজ হয়েছেন কালাম মৃধা (৫২) নামের এক ব্যক্তি। সোমবার (০৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি নদীতে পরে যায় বলে নিশ্চিত করেছেন তার ছেলে তাউসিফ মৃধা।
নিখোঁজ কালাম মৃধা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি বাসিন্দা। তিনি চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ড্রামে রং প্রিন্টের কাজ করতেন।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি একেএমএস ইকবাল যমুনা টেলিভিশনকে বলেন, নিখোঁজ কালাম মৃধা কালাইয়া লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় ছেড়ে আসা ঈগল-৫ নামের দ্বিতল লঞ্চে ঢাকা যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় তিনি লঞ্চের রেলিংয়ের ওপর বসা ছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটি হরিণা সংলগ্ন হাইমচরের নয়ারহাট এলাকায় পৌঁছালে অসাবধানতার কারণে নদীতে পরে যান তিনি। ঘুমের চাপে তার ঝিমুনি এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
রাতেই কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামেন। এখনও খোঁজ পাওয়া না গেলেও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
/এএইচএম
Leave a reply