ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে শিক্ষার্থীদের সংগঠন ‘আজাদ প্যালেস্টাইনের’ মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় ৭০ ফিট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করে তারা। পরে মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিলে কদম ফোয়ারার সামনে পুলিশ বাঁধা দেয়। এরপর ৬ দফা দাবি নিয়ে ৭ সদস্যদের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে মার্কিন মদদের নিন্দা জানাতে হবে। সেইসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রশ্ন করার দাবিও জানানো হয়। এছাড়া, পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ আবারও যোগ করা ও দেশটির সাথে আওয়ামী লীগের চুক্তি রয়েছে উল্লেখ করে তা প্রকাশ করার দাবিও জানায় বিক্ষুব্ধরা।
/আরএইচ
Leave a reply