সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:
হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগারের সামনে তাকে মারধর করে ছাত্র-জনতা।
এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়কারীরা তাকে থানায় সোপর্দ করে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হওয়ার পরপরই তাকে ঘিরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ সময় তাকে মারধর ও হেনস্তা করে ছাত্র-জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় কয়েকজন যুবক তার শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন। ভিডিওতে একজন তাকে বেঁধে রাখার কথাও বলে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার নামে অতিরিক্ত কোনো মামলা থাকলে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
/আরএইচ
Leave a reply