নিরস্ত্রীকরণ ইস্যুতে শর্তসাপেক্ষে লেবানন সরকারের সাথে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ। বুধবার (৯ এপ্রিল) গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তবে শর্ত হিসেবে দক্ষিণ লেবাননের পাঁচটি পয়েন্ট থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলেছে গোষ্ঠীটি। সেইসাথে বন্ধ করতে হবে সকল ধরনের হামলা।
২০২৪ সালে ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহর শীর্ষ নেতাসহ হাজারও যোদ্ধা নিহত হয়। ধ্বংস হয় ক্ষেপণাস্ত্র ও অস্ত্রাগারের বেশিরভাগ মজুদ। মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এই নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা হতে পারে।
অপরদিকে প্রেসিডেন্ট জোসেফ আউনের তরফ থেকেও এসেছে ইতিবাচক ইঙ্গিত। তার রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লাহর সাথে আলোচনা শুরু করতে চান তিনিও।
এর আগে যুদ্ধ চলাকালে দক্ষিণ লেবাননে পাঠানো স্থলসেনার বড় অংশই প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু গত ফেব্রুয়ারিতে পাঁচটি পাহাড়ের চূড়া দখলে রাখার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। তাদের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে তবেই লেবাননের সেনাদের কাছে জায়গাগুলো ছেড়ে দেয়া হবে।
/এএইচএম
Leave a reply