বিজয়ের ৪৭ বছরেও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি মানুষ: ড. কামাল হোসেন

|

জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হলে জনগণের বিজয় অনিবার্য। এ মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, দেশে সন্ত্রাস, জরবদস্তি ও লাঠিয়ালদের ভুমিকা মেনে নেয়া যায় না। আর যারা রুগ্ন রাজনীতি ও জনগণকে মর্যাদা দেয় না তারাই লাঠিয়াল বাহিনী ব্যবহার করে।

ড. কামাল হোসেন আরও বলেন, মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশ, সঠিক আইনের প্রয়োগ ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। কিন্তু বিজয়র ৪৭ বছর পরও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি মানুষ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, জেএসডি সভাপতি আসম আব্দুর রব’সহ ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply