মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল

|

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার গাজী সোহেল।
চিকিৎসার জন্য তাকে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেয়া হয়। বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

জানা যায়, টস শেষে মাঠে নামার পরই তীব্র মাথাব্যথা অনুভব করেন গাজী সোহেল। ফলে ম্যাচে আর আম্পায়ারিং করতে পারেননি তিনি। তার পরিবর্তে ম্যাচে আম্পায়ারিং করেন শফিউদ্দিন আহমেদ। গাজী সোহেলকে দ্রুত বিকেএসপির মেডিকেল সেন্টারে নেয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের ধারণা, ঘুমের ঘাটতির কারণেই এই সমস্যা হয়েছে।

এর আগে, বিকেএসপিতেই ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply