রিশাদকে বাংলায় বরণ করে নিলেন আফ্রিদিরা

|

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাতাবেন তিনি।

তরুণ এই লেগিকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরণ করে নেয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ।

ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করছেন। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও। সিকান্দারই মূলত তাকে বরণ করে নেয়ার কাজটা করেছেন।

রিশাদ তার রুমের দরজা খুলতেই এই তিনজনকে দেখতে পান। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের? জবাবে রিশাদ বাংলাতেই বলেন, হ্যাঁ হব।

এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, ‘তাহলে তো খুব মজা হবে!’

রিশাদের শেয়ার করা ক্লিপটির মূল ভিডিওটি লাহোরের ফেসবুক পেজেও দেখা গেছে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply