বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতির বাড়িতে গুলি

|

রুহুল আমিন বাবু, কুষ্টিয়া:

বাংলাদেশ চালকল মালিক সমিতির বাড়িতে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। তিনতলা বাড়িতে দিনে দুপুরে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

বুধবার (৯ এপ্রিল) কুষ্টিয়া শহরের গোশালা রোডে একটি কালো রঙের বাইকে গিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

বাড়ির দারোয়ান জিহাদ বলেন, আমরা গেটের ভেতরে ছিলাম, এমন সময় গুলির শব্দ শুনে আর কাউকে দেখতে পাইনি। প্রতক্ষ্যদর্শীদের নিকট থেকে জানতে পারলাম দুজন গুলি করে পালিয়েছে।

প্রত্যক্ষদর্শী পাশের ভবনের সিকিউরিটি গার্ড জাকারিয়া বলেন, দেখলাম দু’জন লোক মোটরসাইকেলে এসে দুই রাউন্ড গুলি করে দ্রুত চলে গেল। তাদের মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরা ছিল।

এ বিষয়ে বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, আমার ভাতিজা জিহাদুজ্জামান জিকু কুষ্টিয়া আইলচারা হাটের টেন্ডার কিনেছে। তিনি এর আগেও ওই হাটের ইজারাদার ছিলেন। এবার হাটের টেন্ডার ক্রয়কে কেন্দ্র করে আমাকে ও আমার ভাতিজাকে সপ্তাহ খানেক আগে ফোনে হুমকি দেয়া হয়।

তিনি বলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব বিপ্লব এবং মুন্না এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। আমার ধারণা, এই হাটের ইজারাকে কেন্দ্র করেই আমার বাড়িতে হামলা করেছে, এ বিষয়ে প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। যতটুকু জানতে পেরেছি দুজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় এসে দুই রাউন্ড গুলি করে পালিয়েছে। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে পর্যালেচনা করছি। হামলার বিষয়ে রশিদ সাহেব অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply