ঢাকা প্রিমিয়ার লিগের গুলশান ও শাইনপুকুরের ম্যাচের একটি আউটকে ঘিরে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে। তাতে দেখা যায় ওয়াইড লাইনের বাইরের একটি বল এগিয়ে মারতে গিয়ে লাইন মিস করেন শাইনপুকুরের ব্যাটার। পরে আউট থেকে বাঁচতে ব্যাট পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে ব্যাটটি বাইরে রাখেন ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। এরপর আউটের ধরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
আজ বুধবার (৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ও শাইনপুকুর মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে যায় শাইনপুকুর। শেষ উইকেটে জয়ের জন্য মাত্র ৭ রান প্রয়োজন ছিল দলটির। হাতে তখন ৪১ বল ছিল। ম্যাচের এমন মুহূর্তেই দলটির ব্যাটার সাব্বির এই অদ্ভুতুরে আউট হন।
৪৪তম ওভারের প্রথম বলটি গুলশান বোলার নাঈম ইসলাম ওয়াইড লাইনের বেশ বাইরে ফেলেছিলেন। স্বাভাবিকভাবেই ওয়াইডের সংকেত দেন আম্পায়ার। কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে একটু বাইরে রাখেন তিনি। স্বাভাবিক চোখে দেখে তাই মনে হয়। এখন প্রশ্ন ব্যাটটা চাইলেই ভেতরে প্রবেশ করাতে পারতেন কি সাব্বির?
এদিকে সেই ওভার শুরুর ঠিক আগের মুহুর্তের একটি ছবি ফিক্সিং বিতর্ককে আরও উসকে দিয়েছে। তাতে দেখা যায় শাইনপুকুরের ডাগআউট থেকে একজন ক্রিকেটার পানি নিয়ে আসেন ক্রিজে। সেখানে কয়েকজনের জটলায় প্রতিপক্ষের সাথেও তাকে কথা বলতে দেখা যায়। সবশেষে সেই ক্রিকেটার স্ট্রাইকে থাকা ব্যাটারের সাথে কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে কী ছিলো সেই ম্যাসেজে, যার ঠিক পরের বলেই বিতর্কিত এমন স্টাম্পিং হলো?
শাইনপুকুর ব্যাটার মিনহাজুল সাব্বির ৩৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। একই সঙ্গে মাত্র ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইনপুকুরকে। এই জয় গুলশানের জন্য সুপার সিক্সের লাইফলাইন হয়ে এলো? নাকি নিজেদেরকে রেলিগেশনের ফাঁদে আটকে দিয়ে গুলশানের জন্য সেই লাইফ লাইন তৈরি করলো শাইনপুকুর? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে।
/আরএইচ
Leave a reply