উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে সেমির পথে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঘরের মাঠে দারুণ এ জয় তুলে নেয় দলটি।
ম্যাচের আগে বার্সার আক্রমণভাগ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন বরুশিয়া কোচ। যদিও মাঠের খেলায় এদিন ডর্টমুন্ডকে পাত্তাই দেয়নি কাতালানরা। রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে প্রথম লেগেই সেমির পথে এগিয়ে রাখলো হ্যান্সি ফ্লিকের দলকে।
শুরু থেকেই জোরালো আক্রমণ করে বার্সা। সাত মিনিটের মাথায় তিনবার সুযোগ তৈরি করে লামিন ইয়ামাল-লেভানডোভস্কিরা। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালান ক্লাবটিকে। ২৫ মিনিটে রাফিনিয়ার পায়ে লিড নেয় বার্সা। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে কুবার্সির শটে জালের পথে থাকা বলে পা ছুঁইয়ে গোলটা নিজের নামে করে নেন রাফিনিয়া।
বার্সার একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত ছিল ডর্টমুন্ড রক্ষণভাগ। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হলে বিরতির পর ৪৮ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেডে গোল করেন লেভানডোভস্কি। ৬৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পথে দলকে ৩-০ তে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার।
বার্সার দেদারসে আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ডর্টমুন্ড। ৭৭ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ইয়ামালের গোলে বরুশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৪-০ গোলের দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা নিজেদের করে নেয় বার্সেলোনা।
/এএইচএম
Leave a reply