রেফারিদের ফিফা ব্যাজ, দাবির মুখে বাফুফে সভাপতির আশ্বাস

|

বাংলাদেশের রেফারিদের ২০২৫ ফিফা ব্যাজ দিয়েছে বাফুফে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদী ১১ জন রেফারির হাতে এই ব্যাজ তুলে দেন। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি।

ফেডারেশনের কাছে রেফারিদের পাওনা কোটি টাকার ওপর। এমনকি গেল ঈদের আগে রেফারিদের কোনো অর্থই প্রদান করেনি ফেডারেশন। এ নিয়ে ব্যাজ প্রদান আয়োজনে ক্ষোভ প্রকাশ করেন রেফারিরা।

এরপর আগামী সপ্তাহের মধ্যে চলতি লিগের কিছু অর্থ প্রদানের আশ্বাস দেন বাফুফে সভাপতি। ব্যাজ তুলে দেওয়ার পর ফিফার বর্তমান ও সাবেক রেফারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি। সেখানেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন রেফারিরা।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। পাঁচ মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনও রেফারিজ কমিটির চেয়ারম্যান মনোনীত করতে পারেনি।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply