রাজনৈতিক পরিচয়ে লুটপাটের অভিযোগে বাউফলে গ্রেফতার ১

|

বাউফল প্রতিনিধি:

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পটুয়াখালির বাউফলে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তির নাম, ফরিদ গাজী (৩৮)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে মামলার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে মারধর, ভাঙচুর, অন্যের গাছ ও পুকুরের মাছ লুট করার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সব সরকারের আমলেই বিভিন্ন ব্যানারে ঢুকে চাঁদাবাজি, মারধর, লুটপাট চালায় ফরিদ গাজী। তার বেপরোয়া জীবনযাপন ও উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে তিনি সবার কাছেই আতঙ্ক। ভাড়ায় ও ভাগের চুক্তিতে মারামারি করতেন ফরিদ। নিজেকে উন্মাদ বলেই প্রচার করেন৷ আগেও ফরিদ গাজীর বিরুদ্ধে এ ধরনের কয়েকটি অভিযোগ থানায় দাখিল হয়েছে।

এদিকে, মামলার এজাহার জমা দেয়ার সময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন আটক ফরিদ গাজীকে আসামির তালিকা থেকে বাদ দেয়ার জন্য চাপ দেয় বলে অভিযোগ করেন মামলার বাদী দেলোয়ারা বেগম।

অপরদিকে মুজাহিদুল ইসলাম বলেন, আগামী ২০ তারিখ সালিশের তারিখ আছে। আগেও সালিশ হয়েছে। যেহেতু পারিবারিক ঝামেলা, তাই বলেছি দেখেন নিজেরা সমাধান করা যায় কিনা। শুধু এইটুকুই অনুরোধ করেছি। মামলার এজাহার থেকে নাম বাদ দিতে বলার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

বাউফল থানার ওসি কামাল হোসেন যমুনা টেলিভিশনকে বলেন, বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply