ছবি: সংগৃহীত
মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অন্তত ১ বছরের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন লিও। খবর, দ্য অ্যাথলেটিক্সের।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালের জুলাইতে ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান লিও। ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই ক্লাবের সঙ্গে চলতি বছরেই চুক্তি শেষ হতে যাচ্ছে মেসির। তবে, দেশটির গণমাধ্যম বলছে মায়ামির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে এলএমটেন।
আমেরিকান গণমাধ্যমটির তথ্যমতে সুয়ারেজ, বুসকেটস ও আলাবার মতো বার্সেলোনার সাবেক সতীর্থরা মেসির সাথে যুক্ত হওয়ায় মায়ামিতে মন বসেছে এই কিংবদন্তির।
এদিকে, ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। মিডফিল্ডে তার যোগ্য উত্তরসূরী খুজছে ইংলিশ ক্লাবটি।
/এমএইচআর
Leave a reply