বৈশাখী মেলা সামনে রেখে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। বাহারি সব মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ মুহূর্তে মৃৎশিল্পীদের বাড়ির নারী সদস্যরা মাটির তৈরি খেলনায় রঙ-তুলির আঁচড় দিচ্ছেন। এসব পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
হেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় মেলার। এ সব মেলায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা বাড়ে। বিশেষ করে শিশুদের কাছে মাটির তৈরি খেলনার বেশ কদর রয়েছে।
মাটির পুতুল, হাতি, ঘোড়া, পাখি, হাঁস-মুরগি, মাটির ব্যাংক, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, নানা জাতের ফুল ও ফুলদানি, বাজারজাতের উদ্যোগ নিয়েছেন, অনেক ব্যবসায়ী। মাটির তৈরি হাঁড়ি-পাতিল, গৃহস্থালী কাজে ব্যবহার্য দ্রব্যাদির চাহিদা বাড়ে এ সময়।
সারা বছর মৃৎশিল্পের তেমন চাহিদা না থাকলেও এই সময় কর্মব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। তবে এসব তৈরিতে রয়েছে প্রধান উপাদান এঁটেল মাটির অভাব। রঙের বাড়তি দাম থাকলেও এসব পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না তারা।
/এটিএম
Leave a reply