দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফর করবেন শি জিনপিং

|

চলতি বছরের প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শি জিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫-১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন। কম্বোডিয়া (৪৯ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ) এবং মালয়েশিয়া (২৪ শতাংশ)—এই তিন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েনের কারণে চীন অনেকটাই দ্বিপক্ষীয় আলোচনার বাইরে রয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply