ফাইল ছবি।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মানুষকে ক্ষুধার্ত রেখে দেশে সুন্দর রাজনীতির সংস্কৃতি নিয়ে আসার সম্ভাবনা খুবই কম। ঠিকমতো পেটের খিদে মিটলে রাজনীতি সুন্দর হবে।
শনিবার (১২ এপ্রিল) সকালে পঞ্চগড়ের মীরগড় ইকোপার্কে মাশরুম ও মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, রাজনীতি সুষ্ঠু করতে হলে সবার সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। যদি মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে রাজনীতি করাটাও সহজ এবং সুন্দর হয়। এ সময় জেলার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, কেউ অযৌক্তিকভাবে সুবিধাবঞ্চিত করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে। বাংলাদেশ ভারত দুটি দেশ পাশাপাশি। এ সময় বিশ্বের অন্য দেশের সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখে সুন্দর বাণিজ্যিক সম্পর্ক গড়ার কথাও বলেন তিনি।
/আরএইচ
Leave a reply