ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন। শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে এই বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির সদস্যরা। এ সময় তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেকে নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক, ইসলামিক বক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা যোগ দেন। কর্মসূচির ঘোষণাপত্রে ইসরায়েলের সাথে সকল চুক্তি ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। পরে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।
/আরএইচ
Leave a reply