ড্রোন ও লেজার শো’তে উজ্জ্বল ঢাকার আকাশ, কী ছিল ট্রায়াল রানে?

|

বাংলা বর্ষবরণের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। এর আগে, গতকাল শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি আগ্রাসনবিরোধী লাখো জনতার সমাবেশ। আবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর ফ্যাসিবাদী শক্তির অবসানের দাবিতে সোচ্চার অনেকে। সার্বিক বিষয়গুলোর প্রধান থিম নিয়ে রাজধানীর সংসদ ভবন এলাকায় ড্রোন ও লেজার শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় একাধিক বার্তা ও অর্থবহ প্রতিকৃতি।

এগুলোর মধ্যে অন্যতম জুলাই আন্দোলনের একাধিক ইস্যু। দেখা গেছে পানির বোতল হাতে মুগ্ধ, বুক চিতিয়ে দাঁড়ানো অদম্য আবু সাঈদ, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি ইসরায়েলি বর্বরতার অবসান ঘটানোর বার্তা, মুক্ত পায়রাসহ একাধিক প্রতিকৃতি।

ঢাকায় চীনা দূতাবাসের সৌজন্যে পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) দুপুর ৩টায় ড্রোন ইমেজের সাথে লাইভ মিউজিকের দুর্দান্ত এক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

অনুপ্রেরণা— হয়ত স্বয়ংসম্পূর্ণতাও বোঝানো হয়েছে।
প্রার্থনা— ঢাকায় বসে নিপীড়িত ফিলস্তিনিদের মুক্তির জন্য এটিই প্রধান নিয়ামক।
অদম্য আবু সাঈদ ডরে না যে।
তৃষ্ণা নিবারণে মুগ্ধর শেষ যাত্রা।
‘মুক্ত পায়রা’- এ যেন নতুন করে স্বাধীনতা পাওয়া।
স্যালুট— ইতিবাচক আবহে সমর্থন।
গর্জে ওঠো— প্রতিবাদের ভাষা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply