যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ শতাধিক সহযোগী

|

ফাইল ছবি

নাইজেরিয়ায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে দেশটির কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ তার শতাধিক সহযোগী। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জঙ্গলে লুকিয়ে ছিল গোষ্ঠীটির ‘সেকেন্ড ইন কমান্ড’ দাঙ্কারামি ও তার অনুসারীরা। বহুদিন ধরে নিরাপত্তা বাহিনীর টার্গেটে ছিলেন তিনি। পরে গত শুক্রবার এ অভিযান চালানো হয়। এসময় তাদের একাধিক গোপন আস্তানা ধ্বংস করার কথাও জানিয়েছে যৌথবাহিনী।

এর আগে গত সপ্তাহে, দেশটির কাতসিনা প্রদেশের একটি গ্রামের ৪৩ বাসিন্দাকে অপহরণ ও ৪ জনকে হত্যা করে এ দস্যুদল। এ অভিযোগের ভিত্তিতে তাকে পাকড়াও করতে বিশেষ অভিযান চালায় প্রশাসন। যদিও এর আগে কুখ্যাত এ দস্যুর মৃত্যুর গুজবও উঠেছিলো। আইএস এর সাথে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার দলের বিরুদ্ধে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply