ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে পাবলিক স্পেস তৈরিতে মনোযোগ দিচ্ছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে নগর উৎসবে এ কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে ৫৪টি ওয়ার্ডে ১৫০টি পাবলিক স্পেস তৈরি করা হবে। এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেয়া হচ্ছে। আগামি মাসে সবগুলো ওয়ার্ডে আলাদা আলাদা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে সিটি করপোরেশন।
মোহাম্মদ এজাজ আরও জানান, এগুলোর মধ্যে ৩টি মাঠ থাকবে শুধু নারীদের খেলার জন্য। নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলা ও নগর উৎসবের আয়োজন করেছে গুলশান ইয়ুথ ক্লাব।
এর আগে, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন– দখল হওয়া খাসজমি, খেলার মাঠ ও পার্ক উদ্ধারে দ্রুত অভিযান চালাবে ডিএনসিসি।
/এএম
Leave a reply