নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ষবরণে নানা আয়োজন

|

নতুন আশা-নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২-কে। তাইতো বাংলা নতুন বছরকে বরণ করতে ব্যস্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। 

পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীগণ অংশ নেন।

র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়। তবে শুধু উৎসব উদ্দীপনায় সীমাবদ্ধ নয়, হালখাতা খুলে বেপারি-বণিকরাও পুরনো হিসেব চুকিয়ে নতুন লেনদেনের সূচনা করছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply