নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা করলো এবি পার্টি। ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল।
সোমবার (১৪ এপ্রিল) এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আলোচনা সভায় বলেন, ‘দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙ্গালী বাংলাদেশী বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সকল সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি’।
তিনি আরও বলেন, কোন কোন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরণের সংশয় কাজ করছে। অনেকে মনে করেছে এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এই ধরনের কোন বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল ও ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স।
শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করে ড. সুকোমল বড়ুয়া বলেন, এবি পার্টি আমার দেহ ও মনোজগতের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন এবি পার্টির পক্ষেই সম্ভব। সকল ধরণের সংস্কৃতিকেই এবি পার্টি ধারণ করে। রাষ্ট্রযন্ত্র বিনির্মাণে এখন এবি পার্টির প্রয়োজন অনস্বীকার্য। আজকে নববর্ষের যাত্রার দিন, অতীতের জরাজীর্ণতা ছাড়িয়ে নতুনের যাত্রা, এসব স্মৃতিকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী আরজুমান্দ আরা বকুল বলেন, বাংলা নববর্ষ পুরাতনকে বিদায়ের করে নতুনকে অবগাহন করার দিন। আজকে সাজানোর দিন, ঘর সাজাবো, মন সাজাবো, সর্বোপরি আমরা দেশকে সাজাবো। যা কিছু চির সুন্দর তার সাথেই যেন আমরা সবাই থাকি সেই আহবান তিনি জানান।
/এআই
Leave a reply