মেটাকে একচেটিয়া প্রতিষ্ঠান দাবি করে ফেডারেল ট্রেড কমিশনের মামলা

|

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। সোশ্যাল মিডিয়া খাতে একাধিপত্য বজায় রাখার অভিযোগে এই মামলা করা হয়েছে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

এফটিসির দাবি, মেটা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে কিনে নিয়ে (যেমন: ২০১২ সালে ইন্সটাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ) প্রতিযোগিতাকে দমিয়ে রেখে অবৈধভাবে তার আধিপত্য বজায় রেখেছে।

এছাড়াও মেটা তার ক্ষমতা ব্যবহার করে তৃতীয় পক্ষের অ্যাপগুলোকে এপিআই সুবিধা বন্ধ করে দেয়া ও প্রতিযোগীদের বৈশিষ্ট্য নকল করার মাধ্যমে প্রতিযোগিতাকে দমন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এফটিসির মতে, মেটার একচেটিয়া আধিপত্যের কারণে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষা কমেছে।

এই মামলার ফলাফল মেটার ভবিষ্যৎ কাঠামোকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এফটিসি চাইলে আদালতের মাধ্যমে কোম্পানিকে ভেঙে দিতে পারে অথবা মেটার ব্যবসায়িক কার্যক্রমে বড় রকমের বিধিনিষেধ আরোপ করতে পারে। মামলাটি যুক্তরাষ্ট্রে প্রযুক্তিখাতে বৃহত্তম লড়াইগুলোর একটিতে পরিণত হতে পারে।

এদিকে, একচেটিয়া প্রতিষ্ঠান হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে মেটা বলছে, টিকটক, টুইটার (এক্স), স্ন্যাপচ্যাট ও অন্যান্য প্ল্যাটফর্মের কারণে সোশ্যাল মিডিয়া খাত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।

কোম্পানির দাবি, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কেনার সময়ই নিয়ন্ত্রক সংস্থাগুলো অনুমোদন দিয়েছিল এবং সেগুলোর সাফল্য মেটার বিনিয়োগ ও উন্নয়নের ফল।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply