ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আলজেরিয়া। সোমবার (১৪ এপ্রিল) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সি, আল জাজিরার।
পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেন, ফ্রান্সের জাতীয় নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সন্দেহে তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে সম্ভবত এ নির্দেশ এসেছে।
তিনি আরও বলেন, যদি আমাদের কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে অবিলম্বে পাল্টা ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) ফরাসি প্রসিকিউটররা প্যারিসের একটি শহরে ২০২৪ সালের এপ্রিলে আলজেরিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমির বোখোরসকে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজন কনস্যুলার কর্মকর্তাসহ তিন আলজেরিয়ানকে অভিযুক্ত করেছেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।
/এএম
Leave a reply