ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের সিনিয়র কমান্ডার নাইম আল মুসা। রোববার (১৩ এপ্রিল) তাকে হত্যার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
দেইর আল-বালাহ অঞ্চলের স্নাইপার ইউনিটের উপ-প্রধান ছিলেন নিহত মুসা।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ঘাঁটি থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা করা হচ্ছিলো বলেও দাবি করা হয়।
গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর হামাসের কোনো সিনিয়র নেতার নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম।
/এএম
Leave a reply