গোপালগঞ্জে চড়ক পুজায় চরকী ভেঙ্গে পড়ে ৪ দর্শক আহত

|

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে চড়ক পুজায় ব্যবহৃত চরকী ভেঙে পড়ে ৪ জন দর্শক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নববর্ষ পালন উপলক্ষে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে চড়ক পুজার আয়োজন করেন স্থানীয়রা। চড়কের চরকীতে চার ব্যক্তি ঘোরার এক পর্যায়ে চরকীটি ভেঙে পড়ে। এতে চরকীতে থাকা ব্যক্তিরা ছিটকে গিয়ে দর্শকদের ওপর পড়ে। এতে চারজন দর্শক আহত হন। এদের মধ্যে বিষ্ণু মৃধা নামের একজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ নাবিল শেখ বলেন, “আহত বিষ্ণু মৃধার অবস্থা তেমন গুরুতর নয়। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।”

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply