জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ, নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে টাইগাররা

|

জিম্বাবুয়ে সিরিজে প্রস্তুতি নিতে সিলেটে তৃতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে ট্রেনিং শুরু করেছে টাইগাররা।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় অনুশীলন শুরু করার কথা ছিলো বাংলাদেশ দলের। কিন্তু অজানা কারণে সকাল সাড়ে ৮টায় ট্রেনিং শুরু করে ফিল সিমন্স শীষ্যরা।

মুশফিকুর রহিমের নেতৃত্বে মোনাজাত করে দিনের কার্যক্রম শুরু করে বাংলাদেশ দল। এরপর যথারীতি হয়েছে ওয়ার্ম আপ। কিন্তু সকাল ১০টায় যখন মাঠে হাজির গণমাধ্যম কর্মীরা, তখন জানানো হয় ক্রিকেটারদের চাওয়াতে অনুশীলন সেশন হবে ক্লোজ ডোর। আগামী ২০ এপ্রিল রোববার সিলেটে ১ম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply