পিরোজপুর করেসপনডেন্ট:
চাঁদাবাজি, হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তার পক্ষে কাজ করতে জেলা বিএনপির তৎকালীন সদস্য মো. জহিরুল ইসলাম কলিম ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে গেলে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের কৃষক লীগের জেলা সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী দুর্গাপুর গ্রামের তার বাড়ির সামনের ব্রিজের ঢালে কলিমের গাড়ি থামিয়ে ভাঙচুর করে এবং গাড়ির মধ্যে থাকা ‘ধানের শীষ’ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ২০১৮ সালের ঘটনার ভিত্তিতে দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
/এসআইএন
Leave a reply