যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান

|

যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার হলো ইসলাম ধর্মাবলম্বীদের কবরস্থান। দেশটির কারপেন্ডার্স পার্কের একটি কবরস্থানে এ হামলা চালানো হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসলামবিদ্বেষের জেরেই ঘটানো হয়েছে এ ঘটনা। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা।

অপরদিকে পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৮৫টি কবর। এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু-কিশোরদের। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বেড়েই চলছে বিক্ষোভ-সমাবেশ। তবে, অঞ্চলটিতে ইসলামবিদ্বেষও বাড়ছে ক্রমাগত।

/এএইচএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply