দেশীয় প্রজাতি রক্ষা করে চাষকৃত মাছেরও উৎপাদন বাড়ানোর তাগিদ মৎস্য উপদেষ্টার

|

দেশীয় প্রজাতির প্রায় বিলুপ্ত মাছগুলো রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সকল মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছসহ সকল ধরনের মাছ রক্ষা করতে হবে। একইসঙ্গে সঠিক পদ্ধতিতে চাষকৃত মাছেরও উৎপাদন ও পরিমাণ বাড়াতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ফার্মগেটে মৎস্য অধিদফতর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশে ফরিদা আখতার বলেন, অনেকেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গিয়ে অপরিকল্পিতভাবে কাজ করছে। তাদেরকে সচেতন ও প্রশিক্ষিত করতে মৎস্য কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

পরিকল্পিতভাবে চাষকৃত মাছের উৎপাদন বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে বলেও তাগিদ দেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply