নির্বাক অভিনেতা চার্লি চ্যাপলিনের আজ জন্মদিন

|

নির্বাক অভিনেতা হিসেবে পরিচিত চার্লি চ্যাপলিনের আজ জন্মদিন। যিনি কথা বলেও বলে যেতেন বহু কথা। চ্যাপলিন শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন পীড়িত মানুষের কণ্ঠস্বর।

তার সৃষ্ট চরিত্র ‘দ্য ট্রাম্প’ বা ‘দ্য লিটল ট্রাম্প’ বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিল। টুপি, বাঁকা গোঁফ, ঢিলেঢালা প্যান্ট আর বাঁশির মতো লাঠি নিয়ে চ্যাপলিনের এই চরিত্রটি হয়ে উঠেছিল নির্বাক চলচ্চিত্রের প্রতীক।

নির্বাক অভিনয় নিয়ে তার একটি বিখ্যাত উক্তিও রয়েছে। তিনি বলেছিলেন, আমি যদি কথা বলতাম তাহলে আমি অন্য কৌতুকাভিনেতাদের মতো হয়ে যেতাম।

তার অসামান্য সৃষ্টিগুলোর মধ্যে দ্য কিড (১৯২১), সিটি লাইটস (১৯৩১), মডার্ন টাইমস (১৯৩৬) এবং দ্য গ্রেট ডিক্টেটর (১৯৪০) বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘দ্য গ্রেট ডিক্টেটর’-এ হিটলারের ব্যঙ্গাত্মক চরিত্রে অভিনয় করে তিনি শিল্পের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

চ্যাপলিনের কর্মজীবন ছিল বর্ণাঢ্য। হলিউডের স্বর্ণযুগে তিনি ছিলেন একচ্ছত্র দাপটের অধিকারী। ১৯৭২ সালে তিনি অস্কার সম্মানে ভূষিত হন এবং ১৯৭৫ সালে রানী এলিজাবেথ তাকে নাইট উপাধি দেন। ১৯৭৭ সালে সুইজারল্যান্ডে তার মৃত্যু হয়। কিন্তু আজও তার শিল্প ও দর্শন দর্শকদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে অবিরাম।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply