টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হল ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। নিহত অপর জনের নাম পাওয়া যায়নি।
আহতরা হল, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০) স্বামী মনির হোসেন গ্রাম-বগা, রহিমা বেগম (৪২) স্বামী জয়নাল আবেদিন গ্রাম-রতনবরিষ, চায়না (৩৮), এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজ ছাত্র আফজাল হোসেন ( ২১)।
ঘাটাইল থানার ওসি মো. মাকসুদুল হক জানান, আজ সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শ্যামল (৩২) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো ৬ জন মারাত্বক আহত হয়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মাহিন্দ্রের চালক শামসুসহ ২জন নিহত হয়।
এঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।
Leave a reply