দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ফিরলেন হোপ

|

ঝড় তুলে ফিরেছিলেন এভিন লুইস। তবে থেকে গিয়েছিলেন শাই হোপ। তার টর্নেডো চলেছেই। বাংলাদেশ বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। শুধু ফিফটি বললে ভুল হবে, গড়েছেন দ্রুততম ফিফটি হাঁকানোর রেকর্ড। মাত্র ১৬ বলে ফিফটি করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড।

শেষ পর্যন্ত ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৫ রান করে ফিরেছেন হোপ। মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানিয়ে বিস্ফোরক এ ওপেনারকে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ খবর পর্যন্ত ৯ ওভারে ২ উইকেটে ১০৬ রান করেছে উইন্ডিজ। জয়ের প্রহর গুনছে সফরকারীরা। নিকোলাস পুরান ২৩ রান নিয়ে ক্রিজে আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন কিমো পল।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে কম বলে ফিফটি করার রেকর্ড যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেন এ হার্ডহিটার। দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড কলিন মানরোর। ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে ফেরেন এভিন লুইস। আরিফুল হকের ক্যাচে পরিণত করে তাকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ফেরার আগে শাই হোপের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply