ঋণখেলাপির দায়ে আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা। রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। অন্যদিকে রিতার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
উল্লেখ্য, রিতার নামে ঋণখেলাপির অভিযোগ এনে রিট করে সোনালী ব্যাংক। ১২ ডিসেম্বর এ রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ করার ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিতা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে হাতছাড়া হয়ে চলে যায় নৌকার দখলে।
Leave a reply