৪২ হাত লম্বা নৌকা বানালেন আওয়ামী লীগ সমর্থক

|

স্টাফ রিপোর্টার, নাটোর

একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় নাটোরেও বইছে নির্বাচনী আমেজ। দলের নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটাররা এখন নির্বাচনী আমেজে মাতোয়ারা। নিজ নিজ দলকে সমর্থন ও অনুপ্রেরণা দিতে সমর্থকরা বেছে নিচ্ছেন অভিনব প্রচারণার কৌশল।

তেমনি একজন নাটোর সদর উপজেলার দরাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টার। এই আওয়ামী লীগ সমর্থক নিজ খরচে ৪২ হাত লম্বা বাঁশের নৌকা প্রতীক তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন।
নাটোর জেলার মধ্যে এটিই সবচেয়ে বড় নৌকা প্রতীক। বাঁশ ও কাপড়ের এই নৌকা প্রতীক বর্তমানে শোভা পাচ্ছে স্থানীয় দরাপপুর বাজারের তিনমাথা মোড়ে। দরাপপুর বাজারে গেলেই নজরে পড়ছে এই নৌকা। আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটাররা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টারের এমন কাজে তাকে সাধুবাদ জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টার বলেন, ‘কোন স্বার্থ হাসিলের জন্য নয়, বরং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই দলকে ভালোবেসেই নৌকার প্রতীক বানিয়েছি’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply