ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখা এবং দুর্নীতির রোধের যে অঙ্গীকার করা হয়েছে তাকে ‘জাতির সঙ্গে তামাশা’ হিসেবে দেখছে আওয়ামী লীগ। দুপুরে ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের উত্তসূরিদের নিয়ে যারা ধানের শীষে ভোট চাচ্ছে তারা কিভাবে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখবে। জাতিকে ‘বিভ্রান্ত’ করা ইশতেহার উল্লেখ করে তিনি আরো বলেন, তারেক জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন হাওয়া ভবন দুর্নীতির আখড়া ছিলো। এখন তাদের মুখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা ভূতের মুখে রাম রাম।
ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতিকে ‘রাজনৈতিক অপকৌশলের ইশতেহার’ হিসেবে বর্ণনা করে আব্দুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কামাল হোসেন যে সংশয় প্রকাশ করেছেন, তার পেছনে চক্রান্ত আছে।
Leave a reply