রাজধানীতে স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৮

|

রাজধানীর কদমতলীতে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মান্নান (৪০), শাহ আলম (২৮), আলামিন (৩০), আফছার (৩৫), লতিফ (৪০), লাবু (২৫), জাহাঙ্গীর(৩০) ও আজিজ (৩৫)।

ওই কারখানার কর্মরত শ্রমিক ও উদ্ধারকারীরা জানান, কারখানার কাঁচামাল যে পাত্রে গলানো হয়, সেখানে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পাত্রে থাকা গলিত লৌহ পদার্থ ছিটকে গায়ে পড়ে শ্রমিকেরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ শ্রমিকদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply