নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো আছে: সিইসি

|

ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো আছে, নির্বাচনী কেন্দ্রে সেনাবাহিনী থাকবে, তবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে না।

তিনি আরও বলেন,  পার্বত্য দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে করে নির্বাচনী মালামাল আনা নেয়া হবে। নির্বাচনে মোবাইল নেটওয়ার্ক বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি, মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে।

মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম হোসেন, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ  সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply