বিদেশী ‘ট্যাং’ ফল ফলেছে দেশের মাটিতে

|

মৌলভীবাজার প্রতিনিধি:

বিদেশের মাটিতে উৎপন্ন ট্যাং ফল ফলছে এখন বাংলাদেশেই। অনেকের কাছে প্যাশন ফল হিসেবে পরিচিত এই ফলটি এখন ফলছে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বালিশিরা খাসিয়া পুঞ্জির এবরিসন পতামের বাড়িতে।

প্যাশন ফল থেকে উৎপাদিত পানীয় ‘ট্যাং’ নামে পরিচিত। এই পরিচিত পানীয়ের কারণে ‘ট্যাং’ নামেই এ ফলটিকে চিনেন কমবেশি সবাই।
এবরিসনের শখ করে বীজ থেকে চারা তৈরি করে লাগানো একটি গাছে এখন ‘ট্যাং’ ফল ধরেছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড সাজু মারছিয়াং জানান, ‘বালিশিরা খাসিয়া পুঞ্জিতেই আমি ট্যাং ফলটি দেখেছি। ফলটি থেকে শরবত বানালে ট্যাং শরবতেরই স্বাদ মিলে।

এবরিসন পতাম জানান, গতবছর কালিঞ্জি পুঞ্জি থেকে শখ করে ট্যাং ফলের বীজ এনেছিলেন। সেই বীজ থেকে চারা তৈরি করে বাড়ির আঙ্গিনায় রোপণ করেছিলেন। সেটি বেড়ে ওঠলে মাচা বেঁধে ঘরের ছাদে তুলে দিয়েছেন। চলতি বছরের এপ্রিল থেকে গাছটিতে ট্যাং ফল ধরতে শুরু করেছে। এখন সেখানে নিয়মিত ফল ধরছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply