আইনশৃঙ্খলাবাহিনীর জন্য ইসি’র ২৭১ কোটি টাকা আগাম বরাদ্দ

|

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২৭১ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা আগাম বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী দুই-একদিনের মধ্যে এই বরাদ্দ তাদের কাছে পৌঁছে যাবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে আনসার ও ভিডিপির জন্য।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আগাম ৩৩ কোটি দুই লাখ ৪৩ হাজার টাকা, র‌্যাবের জন্য ১০ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকা, বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সূত্র জানায়, নির্বাচন কমিশনের প্রাথমিক খসড়া বাজেটে ৪১০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হলেও এর পরিমাণ বাড়ছে। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা খাতে যে বরাদ্দ রেখেছে সেনাবাহিনীর বরাদ্দ ছাড়াই সেই অর্থ অন্যান্য বাহিনীর জন্য দিতে হচ্ছে। এক্ষেত্রে সেনাবাহিনীর জন্য আলাদাভাবে বাজেটের প্রয়োজন হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply