২০১৮ সাল সাংবাদিকতার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বছর

|

২০১৮ সালকে সাংবাদিকতার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।

মঙ্গলবার এক প্রতিবেন প্রকাশ করে সংগঠনটি জানায়, চলতি বছর বিশ্বব্যাপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৬৩ জন পেশাদার সাংবাদিকসহ ৮০ গণমাধ্যমকর্মী। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এছাড়া, খুন, গুম কারাদণ্ডসহ সব ধরণের নির্যাতনে শিকার হয়েছেন সাংবাদিকরা।

এবছর বিভিন্ন দেশে কারাদণ্ড দেয়া হয়েছে ৩৪৮ জনকে। গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে আফগানিস্তান, সিরিয়া এবং মেক্সিকোকে। সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply